ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সশস্ত্র বাহিনী। একইসঙ্গে হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিন জন সেনা সদস্য নিহত হন এবং আরও ১৮ জন আহত হয়েছেন। তবে, তারা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রটির অবস্থান জানায়নি।
ইউক্রেনের যুদ্ধবিষয়ক সাংবাদিক আন্দ্রি তাপ্লিয়েঙ্কো বলেন, কেন্দ্রটি কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলে রাশিয়া এবং বেলারুশের সীমানায় অবস্থিত।’
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে তারা দাবি করেছে, ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বনাঞ্চলে ২০টিরও বেশি ক্লাস্টার-ধরনের বিস্ফোরণ ঘটেছে।
ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় হতাহতের সংখ্যা ইউক্রেনের সামরিক বাহিনীর উল্লিখিত সংখ্যার চেয়ে অনেক বেশি। মঙ্গলবার গভীর রাতের পর থেকে সামরিক বাহিনীর পক্ষ থেকে আর কোনো খবর পাওয়া যায়নি।