Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে মামুনের জবানবন্দি
শেখ হাসিনাকে রাতের ভোটের বুদ্ধিদাতা জাবেদ পাটোয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২৩:৪৩

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ইনসেটে জাবেদ পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: ডামি-একতরফা আর নিশিরাতের ভোট। আওয়ামী শাসনামলে হওয়া জাতীয় তিন নির্বাচনেই খেতাব পায় এই তিন নাম। এসব ভোট নিয়ে এখনো চলছে নানান যুক্তিতর্ক। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার জবানবন্দিতে উঠে এসেছে ২০১৮ সালের সেই রাতের ভোটের পরামর্শদাতার নামও।

চলতি বছরের মার্চে সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ‘২০১৮ সালের ৩০ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। আর এ নির্বাচনে রাতেই ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী। তার পরামর্শ বাস্তবায়ন করে সরকার। মাঠপর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনাও দেওয়া হয়।’

বিজ্ঞাপন

গুম-নির্যাতন আর বিচারবহির্ভূত হত্যার নির্দেশনাও প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো বলে জবানবন্দিতে তুলে ধরেন চৌধুরী মামুন। তিনি জানান, ‘এসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরাসরি নির্দেশ দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি। তবে পুলিশের সর্বোচ্চ পদে থেকেও এমন বহু জিনিস অজানা থাকতো তার। এ ছাড়া, কাউকে উঠিয়ে আনা কিংবা গুম করে রাখার নির্দেশনাও সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন সাবেক এই সামরিক উপদেষ্টা ‘

মামুন বলেন, ‘পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু জানানো হতো না।’ ব্যারিস্টার আরমানের টাস্কফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) সেলে বন্দি থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করা হয়।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেফতার হন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনার মামলার রাজসাক্ষীও হয়েছেন সাবেক এই পুলিশপ্রধান।

সারাবাংলা/আরএম/পিটিএম

জাবেদ পাটোয়ারী বুদ্ধিদাতা রাতের ভোট

বিজ্ঞাপন

ডোমারে আ. লীগ নেতা গ্রেফতার
৩১ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর