ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু হবে আগামী মাসেই। দলগুলো এখন খেলছে প্রস্তুতি ম্যাচ। নতুন মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচেই গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলেই ফরাসি ক্লাব তুলুজকে ২-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের শুভ সূচনা করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর।
অস্ট্রিয়ার গ্রোগিডে প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচের শুরুর একাদশেই ছিলেন রোনালদো।
ম্যাচের শুরুতে গোল হজম করে রোনালদোর দল। ২৫ মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। ম্যাচে সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি আল নাসর। ৩৩ মিনিটে রোনালদোর দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরে।
সবাইকে খানিকটা অবাক করেই হাফ টাইমের আগেই রোনালদোকে তুলে নেন আল নাসর কোচ। দ্বিতীয়ার্ধের ৭৬ তম মিনিটে মারানের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
আগামী ১০ আগস্ট আরেক প্রীতি ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।