Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগে স্বৈরাচারের নিয়োগপ্রাপ্ত ৬০% বিচারক এখনো বহাল: খায়রুল কবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৯:১৭

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, গণতন্ত্রের বিজয় এখনো হয়নি। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের কাছে জনগনের আশা ছিলো একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। তবে এই সরকার জনগনের কাঙ্খিত সেই নির্বাচনের নির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে পারেনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী নরসিংদী ইউনিটের আয়োজনে ‘মার্চ ফর জাস্টিস’ দিবস উপলক্ষে আইনজীবীদের পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির বলেন, বিচার বিভাগসহ প্রশাসনে এখন পর্যন্ত সেই স্বৈরাচারের দোসরদের নিয়োগপ্রাপ্ত ৬০ শতাংশ বিচারক বহাল তবিয়তে রয়েছে। বিএনপির সর্বাত্মাক সহযোগীতায় সরকার দেশ পরিচালনা করতে পারছে। কিন্তু সংস্কারে দৃশ্যমান কোনো ফল সরকার এখনো দেখাতে পারেনি। ২০২৬ সালের ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা হয়েছিল তাতে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু তার পরবর্তীতে কিছু সংগঠন যারা আগামী দিনের রাজনীতিতে দেউলিয়া, নির্বাচনে যাদের জামানত থাকবেনা সেই দলগুলো কিছু ননইস্যুকে ইস্যু করে বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। নির্বচনকে পন্ড করার জন্য বিভিন্ন অযুহাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং পতিত ফ্যাসিবাদের দোষরদেরকে রাজনীতিতে পূনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করার অধিকার হাড়িয়েছে। জনগন তাদের প্রত্যক্ষান করেছে। কিন্তু আপনাদের ভুলের কারণে যদি দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, সমস্ত দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে। আমরা কাউকে ছাড় দিব না।

আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম ভূইয়ার সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, সাবেক সভাপতি এড. শাজাহান , সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঞা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম নুরুল ইসলাম নুরন্নবী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের ভূইয়া টিটু, নরসিংদী জেলা আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, নির্বাহী সদস্য অ্যাডভোকেট কাজী শিশির আহমেদসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

খায়রুল কবির খোকন বহাল বিএনপি বিচার বিভাগ বিচারক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর