Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠ্যপুস্তকে ভোটার তালিকা-এনআইডি যুক্ত করতে ইসির কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২২:৪১

ঢাকা: স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে, ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে একটি কমিটিও গঠন করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল।

বিজ্ঞাপন

নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। সেজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, ‘শিশু ও কিশোরেরা যেন এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব বুঝতে পারে, সেজন্যই এই পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে প্রজন্ম যাতে জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য প্রদানে সতর্ক হয়ে উঠতে পারে সেটিও এখনে উল্লেখ করা হবে।’

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি এনআইডি পাঠ্যপুস্তক ভোটার তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর