Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২৫ ০৯:২৫ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ০৯:২৮

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চান তাসকিন

অনেক নাটকের পর আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের পরবর্তী আসর। কখনোই এশিয়ার শ্রেষ্ঠত্ব না পাওয়া বাংলাদেশও অংশ নেবে টুর্নামেন্টে। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ বলছেন, এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাবে বাংলাদেশ।

এশিয়া কাপে বেশ কয়েকবার অনেক কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এবার টি-২০ ফরম্যাটে আয়োজিত হবে টুর্নামেন্ট। সবশেষ দুই টি-২০ সিরিজেই জয় পেয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

বগুড়ায় হারল্যান গ্রুপের শো রুম উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। তাসকিন স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের, ‘ক্রিকেটার হিসেবে আমার স্বপ্ন আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব। টি-টোয়েন্টিতে অনিশ্চয়তা থাকেই। হংকং এর সাথেও কঠিন প্রতিযোগিতা হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এশিয়ার অনেক ভালো দল। অবশ্যই টুর্নামেন্ট সহজ হবে না। তবে মাশাল্লাহ শেষ দুই সিরিজে আমরা জিতেছি। ভালো কিছুরই আশা করছি।’

বিজ্ঞাপন

গত সপ্তাহেই বিব্রতকর এক ঘটনায় ফেঁসে গিয়েছিলেন তাসকিন। এমন ঘটনার পরেও বগুড়ায় ভক্তদের ভালোবাসায় মুগ্ধ তাসকিন, ‘আমাকে যে বগুড়াবাসী এত ভালোবাসে, এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি এসেছি হারল্যানের ওপেনিংয়ে এবং আমি একজন হারল্যানের সদস্য। চিত্রনায়ক ইমন ভাই, কেয়া পায়েল এসেছে, খুবই ভালো লাগছে।’

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর