Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১২:২২ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১২:২৬

ঢাকা: আগামী ৩ আগস্ট ঢাকার শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্রসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। সংগঠনটি চট্টগ্রাম থেকে সমাবেশে অংশ নিতে ইচ্ছুক ছাত্রদের ঢাকায় আনার জন্য ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। এতে মোট এক হাজার ১২৬ জন যাত্রী পরিবহন সম্ভব হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন পরিচালনার যাবতীয় ভাড়া ও আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। এছাড়া রেক গঠন, ইঞ্জিন ও কর্মী সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক সরঞ্জাম ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রেন চলাকালীন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেশনেই রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করবে।

এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই সমাবেশে বিপুলসংখ্যক ছাত্রদলের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারবিরোধী ছাত্র আন্দোলন নতুন গতি পেতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ছাত্রদল বিশেষ ট্রেন ভাড়া সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর