Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি, বিতর্কের পর ক্ষমা চাইল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২৫ ১৫:০৬

দর্শককে পাকিস্তানের জার্সি খুলতে বলায় ক্ষমা চাইল ল্যাংকাশায়ার

ওল্ড ট্রাফোর্ডে চলছিল ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে এক দর্শক প্রবেশ করায় তার সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। জার্সি ঢাকতে বাধ্য করায় মাঠ ছেড়েই চলে যান সেই দর্শক। শেষ পর্যন্ত এই ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে ল্যাংকাশায়ার ক্রিকেট ক্লাব।

ফারুক নাজার নামের সেই পাকিস্তানি দর্শক ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে এসেছিলেন পাকিস্তানের জার্সি গায়ে। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীরা তাকে সঙ্গে সঙ্গেই জার্সি ঢেকে ফেলতে বলেন। এমনটা না করলে তাকে মাঠ ছেড়ে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কের এক পর্যায়ে ফারুক স্বেচ্ছায় গ্যালারি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে অবশ্য তিনি বলেছিলেন, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা একেবারেই কাম্য নয়।

বিজ্ঞাপন

ফারুকের সঙ্গে এই আচরণ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর এতেই বিপাকে পড়ে ল্যাংকাশায়ার ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ।

অবশেষে আজ ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তারা। তারা বলছেন, নিরাপত্তার কথা ভেবেই এমনটা করেছিলেন মাঠের কর্মীরা, ‘পাকিস্তানের জার্সি পরা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ম্যাচটা ভারতের হওয়ায় পাকিস্তানের জার্সি দেখে গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরা কিছুটা ক্ষুব্ধ ছিল। নিরাপত্তার কথা ভেবেই ওই দর্শককে জার্সি ঢাকতে বলা হয়েছিল। তবুও আমরা পুরো ঘটনার জন্য খুবই দুঃখিত। আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এমন কিছু যেন না হয় সেই ব্যাপারেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।’

সারাবাংলা/এফএম