ঢাকা: সারাদেশে পুলিশের অভিযানে এক হাজার ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন এবং অন্যান্য অপরাধে ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট ) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অভিযান চালিয়ে মোট এক হাজার ২৬১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার হন আরও ৫১২ জন।
গ্রেফতারের সময় অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেলসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।