ওবায়দুল কাদেরের খোঁজে শ্যালকের বাসায় পুলিশ
১০ নভেম্বর ২০২৪ ২৩:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:১৯
চট্টগ্রাম ব্যুরো: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের খোঁজে চট্টগ্রামে এক বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তাকে পাওয়া যায়নি। তবে পুলিশ ওই বাসা থেকে তার শ্যালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।
শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে নগরীর হালিশহর থানার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালায়। রোববার রাতে (১০ নভেম্বর) বিষয়টি জানাজানির পর নহর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বিষয়টি স্বীকার করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের সারাবাংলাকে বলেন, ‘ওবায়দুল কাদের বাসাটিতে অবস্থান করছেন বলে আমরা তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান চালাই। তবে সেখানে উনাকে না পেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে পাওয়া যায়। তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সোর্সের মাধ্য তথ্য পেয়েছি, ৫ আগস্টের পর ওবায়দুল কাদের ওই বাসায় কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে রোগী সাজিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার স্ত্রীর বড় ভাইও একই তথ্য দিয়েছেন।’
নুরুল হুদা বাবু হৃদরোগে আক্রান্ত হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে তাকে জিজ্ঞাসাবাদের পর রোববার সকালে ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
সারাবাংলা/আরডি/পিটিএম