Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১৯:২৯

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬৩জন নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

তিনি বলেন, ৪৩জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত ১৫-২০জনকে আসামি করা হয়। পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিরা হলেন: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯) ও সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভার হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন যুবক কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল করে। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগকর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। মিছিলের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুটি ফেস্টুন, তিনটি লাঠি উদ্ধার করা হয়।

ওসি লিটন আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫জন এজাহারনামীয় আসামি এবং আরেক আসামি এজাহারের বাহিরে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ছাত্রলীগ ঝটিকা নিষিদ্ধ মিছিল

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর