Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ১৬ উইকেট, দিনশেষে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২৫ ০৮:৪১

ওভালে দ্বিতীয় দিনে ছিল বোলারদের দাপট

প্রথম দিনে পড়েছিল ৬ উইকেট। ওভালে দ্বিতীয় দিনে বোলারদের দাপট বেড়েছে দ্বিগুণেরও বেশি। ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের বোলাররাই ছিলেন ফর্মের তুঙ্গে। ওভালে কাল পড়েছেন ১৬ উইকেট। বোলারদের আগুন ঝড়ানোর দিনে শেষ পর্যন্ত এগিয়ে আছে ভারতই। দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫২ রানের লিড নিয়েছে ভারত।

৪ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ভারত তাদের শেষ ৪ উইকেট হারিয়েছে মাত্র ৬ রানের ব্যবধানে। ৬ উইকেটে ২১৮ রান থেকে ২২৪ রানেই গুটিয়ে যায় তারা। ৩৩ রানে ৫ উইকেট গিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন গুস অ্যাটকিনসন। ৫৭ রান করে ভারতের ইনিংস সেরা করুন নায়ার।

বিজ্ঞাপন

ব্যাটিং নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ইংলিশ ওপেনার। ৯২ রানের জুটিতে দলকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রলি-ডাকেট জুটি। তবে মোহাম্মদ সিরাজ ও প্রাদিশ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ভালোভাবেই ফিরেছে ভারত।

সিরাজ-প্রাদিশের ৪ উইকেটের সুবাদে ২৪৭ রানেই অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে তারা লিড পায় মাত্র ২৩ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ক্রলি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনশেষে ২ উইকেটে ৭৫ রান তুলেছে ভারত। ৫১ রানে অপরাজিত আছেন জসওয়াল। দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৫২ রান।

এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

সারাবাংলা/এফএম

ওভাল ভারত-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর