Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীনকে ছাড়িয়ে রুটের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২৫ ০৯:৫৩

শচীনকে ছাড়িয়ে গেলেন রুট

ভারতের বিপক্ষে প্রতি ম্যাচেই নতুন নতুন রেকর্ড গড়ছেন তিনি। ওভালে শেষ টেস্টের দ্বিতীয় দিনেও জো রুট গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ডের পথে হাটছেন রুট।

ওভাল টেস্টের দ্বিতীয় দিনে রুট খুব বড় স্কোর গড়তে পারেননি। মাত্র ২৯ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। তবে এই ছোট্ট ইনিংস খেলার পথেই রুট ছাড়িয়ে গেছেন শচীনকে।

সাদা পোশাকে ইংল্যান্ডের মাটিতে রুটের রান এখন ৭২২০। দেশের মাটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে শচীনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুট। ভারতের মাটিতে শচীনে রান ৭২১৬।

দেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ৭৫৭৮ রান নিয়ে সবার উপরে আছেন তিনি।

বিজ্ঞাপন

শচীনকে ছাড়িয়ে যাওয়ার দিনে আরেকটি রেকর্ড গড়েছেন রুট। প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার রান ছুঁয়েছেন রুট। ভারতের বিপক্ষে তার রান এখন ২০০৬। রুট ছাড়িয়ে গেছেন পন্টিংকে। ভারতের বিপক্ষে ১৮৯৩ রান করে দ্বিতীয় স্থানে আছেন পন্টিং।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড জো রুট শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর