রাজবাড়ী: রাজবাড়ীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অভিভাবক সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জুলাই গণঅভ্যুত্থানে মায়েদের নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র ‘মাদার্স অফ জুলাই’ প্রদর্শন করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, শহীদ সাগরের বাবা মো. তোফাজ্জল হোসেন, শহীদ গণির স্ত্রী মোছা. লাকী আক্তার, জুলাই যোদ্ধা পারভেজ মোল্লার মা পারুল বেগম, রাকিবুল ইসলামের মা জোসনা বেগম ও টোকন মন্ডলের মা রিজিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে সন্তানদের অনুপ্রেরণা দেওয়া মায়েরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মায়েদের অবদান অনেক বেশি। মায়েরা তাদের সন্তানদের সাহস না দিলে তারা আন্দোলনে হয়তো যেতে পারতো না। মায়েরা জানতো এই আন্দোলনে গেলে হয়তো তার সন্তান নাও ফিরতে পারে। কিন্তু তারপরও বুকে পাথর জমিয়ে মায়েরা তাদের সন্তানদের আন্দোলনে পাঠিয়েছিল। মায়েরা শুধু সন্তানদের সাহস ও সমর্থন দেননি, বরং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আন্দোলন সফল করতে সহায়তা করেছেন। অনেক মা আন্দোলনকারীদের বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে খাবার সরবরাহ করেছেন। এ ঘটনাকে আমাদের হৃদয়ে পুনর্জাগরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে মায়েরা তাদের সন্তানদের সাহস জুগিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।