Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ভেন্যুতে হবে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ০৮:২৫

গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে একই ভেন্যুতে

আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগেই। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে, সেটা তখন জানানো হয়নি। অবশেষে ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি।

এবার সংযুক্ত আবর আমিরাতের দুই ভেন্যুতে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সব ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টুর্নামেন্টের একটি ম্যাচ ছাড়া সব ম্যাচই হবে এই সময়ে। শুধু ১৫ সেপ্টেম্বর ওমান-আরব আমিরাত ম্যাচটি হবে সন্ধ্যা ৬টায়।

২৮ সেপ্টেম্বর দুবাইতে হবে এবারের আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো