Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ০৯:০৮

এবির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল আফ্রিকা

টুর্নামেন্টে এরই মধ্যে করেছিলেন দুটি দুর্দান্ত সেঞ্চুরি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অব লিজেন্ডস ক্রিকেটের ফাইনালেও দেখা গেল বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্সকে। তার অবিশ্বাস্য এক সেঞ্চুরিতেই পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা দল।

দক্ষিণ আফ্রিকার সামনে ১৯৬ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তবে এবি ঝড়ে সেটাকে মামুলি বানিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

১২ চার ও ৭ ছক্কায় সাজানো ইনিংসে এবি অপরাজিত ছিলেন ৬০ বলে ১২০ রানে। তার অবিশ্বাস্য এই ইনিংসে ১৯ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

এবিকে দারুণ সঙ্গ দিয়েছেন জেপি ডুমিনি। ২৮ বলে হাফ সেঞ্চুরি করে তিনিও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

ফাইনালে এবি সেঞ্চুরি পেয়েছেন ৪৭ বলে। এর আগে টুর্নামেন্টের দুই সেঞ্চুরি এসেছিল ৩৯ ও ৪১ বলে।

সারাবাংলা/এফএম

এবি ডি ভিলিয়ার্স চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর