ঢাকা: ‘জুলাই বিপ্লব’-এ শহিদ হওয়া ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। শুরুতেই রবিউল আউয়াল তার বক্তব্যে বলেন, “আমার ভাই শুধু আমার জন্য শহিদ হননি, তিনি শহিদ হয়েছেন একটি নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য। আজ আমি চাই, তার রক্ত যেন বৃথা না যায়।”
জুলাই বিপ্লব’-এর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মধ্য দিয়ে তারা নতুন রাজনৈতিক যাত্রার রূপরেখা ও জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি প্রকাশ করবেন। সমাবেশে বক্তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সেই ভিত্তির ওপর দাঁড় করানোর দাবি জানান।