রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে বিষধর গোখরা সাপের কামড় খেয়ে সাপ সঙ্গে নিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন মো. রুবেল মন্ডল (৩৫) নামের এক যুবক।
মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
রুবেল মন্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামের আমজাদ মন্ডল ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
রুবেল মন্ডল বলেন, ‘আজ দুপুরে আমি পাটকাঠি ছড়িয়ে দিচ্ছিলাম। পালা থেকে পাটকাঠি সরানোর সময় হঠাৎ দেখি বড় একটা গোখরা সাপ। আমি হাত সরানোর আগেই আমার হাতে কামড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি মেরে আমি পাংশা হাসপাতালে এসে ভর্তি হই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. এবাদত হোসেন বলেন, ‘রুবেল মন্ডল নামে একজন সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে এসেছে। তার শরিরে বিষাক্ত সাপে কাঁটার লক্ষ্মণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রেখেছি। তবে এখনো তার শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়নি, তাই অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়নি। আমাদের হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে (৪০ ভায়াল) অ্যান্টিভেনম মজুদ রয়েছে। উপসর্গ দেখা দিলে দ্রুত ভেনম প্রয়োগ করা হবে।’