ঢাকা: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য জারি করা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
বুধবার (৬ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী শাহ আলম অভি। এতে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রশাসক ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য গত ২৮ জুলাই জারি করা বিজ্ঞপ্তি বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
তিনি বলেন, ‘বিদ্যমান অবকাঠামো অনুযায়ী সরকারি তিতুমীর কলেজে গত শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তিতুমীর কলেজের জন্য মাত্র ১৫১০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। একই অবকাঠামোতে আগে যেখানে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হতো; বিশ্ববিদ্যালয় হওয়ার পর এখন সেই অবকাঠামোতে মাত্র ১৫১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখাটা বৈষম্যমূলক। এ কারণে এই ভর্তি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেছেন তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী।
গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) প্রকাশ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। দ্বিতীয়বার পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।