নেত্রকোনা: জেলার হাওর অঞ্চল মোহনগঞ্জের ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলের দিকে হারিয়ে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়। তখন থেকে দুজন শ্রমিক নিখোঁজ ছিলেন।
জানতে চাইলে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শ্রমিক হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সঙ্গে উদ্ধার কাজে যুক্ত ছিল। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচ থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে জেলার পূর্বধলা থেকে একটি বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ থাকেন।