আজ ২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে ভারতীয় হাই কমিশন তার চিরন্তন উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার (৬ আগস্ট) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নিজস্ব ফেসবুক পেইজে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা হিসেবে গুরুদেব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন এবং আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক হিসেবে বিরাজমান রয়েছেন।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের এই অসামান্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সনের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদাসুন্দরী দেবী। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি।