রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম মারুফুল হাসানকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে মারুফুল হাসানসহ এক নারীকেও পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা।
মারুফুল হাসান ওই হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসপাতাল চত্বরে অবস্থিত চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন কোয়ার্টারে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে তারা তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রমেকের পরিচালক। এরপর দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক চিকিৎসক এবিএম মারুফুল হাসান বলেন, ‘ওই নারী আমার পূর্বপরিচিত। তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আসেন তিনি। সে মাঝেমধ্যেই ওই ফ্লাটে আসতেন বলে জানান মারুফুল।’
তবে, আটক নারীর কোনো অভিযোগ নেই জানিয়ে বলেন, ‘উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।’
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘পুলিশ দুই জনকে আটক করে থানায় এনেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা আইগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।’