Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ শতাংশ ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৮:১৬ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৮:২০

ঢাকা: বর্ষাকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন। আগামী ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এতে গ্রাহকরা পাবেন ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, বিশেষ ডিল, ফ্রি ডেলিভারি, ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ।

এই ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিল, যেখানে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে মিলবে বিভিন্ন পণ্য। হট ডিল বিভাগে থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। ক্যাম্পেইনের সময় ফ্রি ডেলিভারি সুবিধাও থাকছে ৩৯৯ টাকার বেশি অর্ডারে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপসের মাধ্যমে ট্রেন্ডিং পণ্যে মিলবে বিশেষ ছাড়।

বিজ্ঞাপন

আগামী ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’ এ থাকবে ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত ভাউচার সুবিধা। একই সময় গ্রাহকরা অংশ নিতে পারবেন ‘৮/৮৮/৮৮৮/৮৮৮৮ টাকা ডিলস’ এ, যেখানে বিভিন্ন সময় অবিশ্বাস্য মূল্যে পণ্য পাওয়া যাবে।

ক্যাম্পেইনের মধ্যে গ্রাহকদের জন্য রয়েছে একাধিক প্রতিযোগিতা। ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘দারাজ জ্যাকপট—বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারীরা জিতবেন নানা পুরস্কার। এর মধ্যে গ্র্যান্ড পুরস্কার হিসেবে থাকছে একটি ডাবল ডোর ফ্রিজ।

এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় কার্টে সর্বোচ্চ পণ্য যোগ করে ক্যাম্পেইনের সময় অন্তত একটি অর্ডার সম্পন্ন করলেই মিলবে পুরস্কার। আবার ‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’ বিভাগে নির্দিষ্ট ব্র্যান্ড থেকে সবচেয়ে বেশি টাকায় পণ্য কিনলে থাকছে আলাদা পুরস্কার। সব বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।

ক্যাম্পেইনের নির্দিষ্ট দিনে থাকবে আলাদা থিমড আয়োজন। ১০ আগস্ট ফ্যাশন দিবস, ১১ আগস্ট ভোগ্যপণ্য দিবস, ১৩ আগস্ট লাইফস্টাইল দিবস এবং ১৪ আগস্ট ইলেকট্রনিকস দিবস হিসেবে পালিত হবে। পার্টনার ব্র্যান্ড দিবসে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা ও সেসার পণ্য থাকবে এক্সক্লুসিভ ছাড়ে।

ক্যাম্পেইনের প্রথম দিন, অর্থাৎ ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এ ছাড়াও ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার এবং প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।

কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল ও প্রাইম ব্যাংকের মাধ্যমে পেমেন্টে মিলবে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ছাড়।

ক্যাম্পেইনে ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি উপভোগ করা যাবে। পাশাপাশি, দারাজ চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।

এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে রেকিট, ম্যারিকো, এবং ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে আছে লোটো ও ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে থাকছে নেসলে ও আবুল খায়ের গ্রুপ। ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির হাজারো পণ্য থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় সবকিছু খুঁজে নিতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ