ঢাকা: সর্বশেষ গত জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর হিসাব মতে, জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ জুনে এ হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিএস এ তথ্য প্রকাশ করেছে।
উল্লেখ্য, এর আগে গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতির হার ক্রমান্বয়ে কমে আসছিল।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি পঞ্জিকা বছরের মার্চে ৯ দশমিক ৩৫ শতাংশ থেকে এপ্রিলে ৯ দশমিক ১৭ শতাংশে, মে মাসে ৯ দশমিক ০৫ শতাংশে ও জুনে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছিল মূল্যস্ফীতি।
বিবিএস-এর তথ্য মতে, জুলাইয়ে খাদ্য ও খাদ্য-বহির্ভূত উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। আলোচ্য মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা জুন মাসে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ।
আর খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি জুনের ৯ দশমিক ৩৭ শতাংশ থেকে সামান্য বেড়ে জুলাইয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ হয়েছে।
অন্যদিকে গত জুলাইয়ে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশ ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।
তবে মূল্যস্ফীতি বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যেখানে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ ও খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।