Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসিতে প্রধান উপদেষ্টার চিঠি গত এক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৯:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছে, এটা হচ্ছে গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিশিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানের নিজ বাসায় আয়োজিত অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও বর্তমান অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সঙ্গে আগেও হয়েছে। তো অবশেষে তিনি সন্তুষ্ট হয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আগামী রমজানের আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়- এটা জনদাবি ছিল, রাজনীতির দাবি ছিল। এই নির্বাচনের যেন রমজানের আগেই হয়, সেটা আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনের আলোচনায় সম্মত হয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে সে জায়গাই। সেই ব্রিফিংয়ে তিনি একটা কথা বলেছিলেন যে, সংস্কার ও বিচার কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। তো সেটা দৃশ্যমান হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংস্কারের বিষয়ে মোটামোটি একটা জাতীয় ঐকমত্য নিশ্চিত হয়েছে। জুলাই জাতীয় সনদ তৈরিতে প্রস্তুত হচ্ছি। আশা করি, এটা হয়ে যাবে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে।’

সারাবাংলা/এজেড/এইচআই

ইসি নির্বাচন বিএনপি সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর