Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় আদালতের রায়ে চেয়ারম্যান পদ পেলেন বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ২০:০৭

নেত্রকোনা: নেত্রকোনায় আদালতের রায়ে সাত বছর পর মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আবু তাহের আজাদ। তিনি মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিএনপি দলীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে তৎকালীন নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করেএ ফলাফলের বিরুদ্ধে পুনরায় ভোট গণনার জন্য আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন। মামলাটি খারিজ হলে তিনি আবার আপিল করেন।

বিজ্ঞাপন

আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, ‘প্রকাশ্যে আদালতে গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু তাহের ৮৩৮ বেশি পান। পরে আদালত তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।’

সারাবাংলা/এইচআই