ঢাকা: পুঁজিবাজারে টানা তিন দিন সূচকের পতন ঘটেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ আগস্ট) মাঝারি ধরনের দরপতনের সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। মঙ্গলবার থেকে টানা সূচক কমল। এর আগের তিনদিন সূচক ২৩৮ পয়েন্ট বেড়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার সকালের সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে মাঝারি ধরনের দরপতন ঘটেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ২৬৮টির শেয়ার দর পতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসই-তে ৭০৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৮৯ কোটি ৯৫ লাখ ৬৩ হজার টাকা।
এর আগে দরবৃদ্ধির কারণে টানা পতনের ধারা থেকে পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। প্রায় এক মাস ধরে চলা উত্থান প্রবণতায় ডিএসই’র প্রধান মূল্যসূচক ৮০০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। সেইসঙ্গে লেনদেন বেড়ে হাজার কোটি টাকার ঘরে চলে আসে। এর মধ্যে ৩ আগস্ট চলতি বছরে প্রথমবারের মতো এক হাজার ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়।
এদিন ডিএসই-তে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, অন্যদিকে ২৬৮ কোম্পানির দর কমেছে। অবশিষ্ট ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অন্য পুঁজিবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৫ কোটি ৮৩ লাখ টাকা।