Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুমেক হাসপাতাল থেকে পালাল আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৯:৪১

খুলনা: খুলনায় পুলিশ পাহারায় চিকিৎসাধীন ইউসুফ (২৩) নামের এক মাদক মামলার আসামি পালিয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি পালান।

ইউসুফ মহানগরীর আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।

জানা যায়, ইউসুফ বুধবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ আলমনগর মোড় থেকে আটক হন ইউসুফ। রাতে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। বুকে ব্যথার কারণে তাকে খুমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

প্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা জানান, প্রিজন সেলে দুইজন আসামি ছিল। তাদের মধ্যে একজন রাত সাড়ে ৩টায় বাথরুমে যাওয়ার কথা বলেন। দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য প্রিজন সেলের দরজার তালা খুলে তাকে বাথরুমে নিয়ে যান। কিন্তু ভুল করে দরজার তালা ফের বন্ধ করতে ভুলে যান। এ সুযোগে ইউসুফ পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, ওই আসামিকে গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর