Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০২:৫৯

গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশিনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয় সকাল ১১ টায়। এ সময় এতে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন,  ‘প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে আমাদের বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে আপনারা ধরেই নিতে পারেন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।’

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আলোচনায় তিনটি বিষয় ছিল। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদান এবং দেশের ভিতরেও পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া। এর ভিতরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনেক দূর এগিয়েছে। সভা মুলতবি হওয়ায় আরপিও নিয়ে আগামী সপ্তাহে বসে চূড়ান্ত করা হবে।’

প্রবাসীদের ভোট বিষয়ে তিনি বলেন, ‘প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে। প্রার্থীর নাম থাকবে না।

তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন হলে আদালতের আদেশে তবে সেখানে পোস্টাল ব্যালট হবে না। তবে আইনি কার্যক্রম যেন দ্রুত হয় সে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা ব্যয় সাপেক্ষ প্রসেস। আনা-নেওয়া করতে ব্যালট প্রতি ৫০০ টাকা থাকবে৷ এরপর ছাপানোর খরচও আছে। প্রতি এক লাখ ভেটারের জন্য সবমিলিয়ে ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে।’

ইসির এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট (প্রতীক সম্বলিত) যাবে, যাতে সময় কম লাগে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে সিম্বল ব্যালটে ভোট দেবেন। ইসিতে এসে পোস্ট অফিস ব্যালট নিয়ে যাবে। এক্ষেত্রে নিবন্ধন করে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তারা অনলাইনে প্রার্থীর তালিকা দেখতে পারবেন। সেই অনুযায়ী তারা পছন্দের প্রার্থী দেখে ব্যালটে থাকা সেই প্রার্থীর প্রতীকে ভোট দেবেন।’

তিনি বলেন, ‘প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাই। মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। এবার তিনভাবে পোস্টাল ব্যালটে ভোট হবে। যারা প্রবাসে থাকেন, কারাগারে থাকেন ও ভোটের দায়িত্বে থাকেন; তাদের জন্য এই ব্যবস্থা থাকবে। এ জন্য আগেই নিবন্ধন করতে হবে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে প্রচার ও ভোটার-শিক্ষণের কাজ চলবে।’

সারাবাংলা/এনএল/এইচআই