Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সফর বাতিল করে কার বিপক্ষে খেলবেন মেসিরা?

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২৫ ১৫:০২

চীন সফর বাতিল করল আর্জেন্টিনা

এই বছরের শেষভাগে চীন সফরে যাওয়ার কথা ছিল তাদের। তবে সবকিছু ঠিকঠাক করেও শেষ পর্যন্ত চীনে যাচ্ছে না আর্জেন্টিনা। চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মাটিতে মেক্সিকোর বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।

২০২৬ বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবেন মেসিরা।

বাংলাদেশ সময় অনুযায়ী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বে বুয়েন্স আয়ার্সে ভেনেজুয়েলার মুখোমুখি হবেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর।

এই দুই ম্যাচ খেলার পর অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল মেসিদের। তবে সেটা বাতিল করে যুক্তরাষ্ট্রের মাটিতে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন তারা। মেক্সিকোর পর আরেকটি দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা, সেই দল এখনো নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, চীন সফর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য আর্থিকভাবে লাভজনক হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে খেলা জাতীয় দলের সদস্যের জন্য সেটা বেশ ধকলের কারণ হবে।

এই কারণে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ও এএফএ প্রধান ক্লদিও তাপিয়া মিলে চীন সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো