Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন দখলদারদের কাছে ভূমি ছেড়ে দেবে না: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৯:৫০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ট্রাম্প-পুতিন বৈঠকের ঘোষণার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইউক্রেন ‘দখলদারদের কাছে তাদের ভূমি দেবে না’।

শনিবার (৯ আগস্ট) বিবিসিএর লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

টেলিগ্রাম অ্যাপে একটি বিবৃতির মাধ্যমে জেলেনস্কি জানান, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো ধরনের সমাধান “শান্তির বিরুদ্ধে সমাধান” হিসেবে বিবেচিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কয়েক ঘণ্টা আগে ঘোষণা দেন, তিনি শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। ট্রাম্প ইঙ্গিত দেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে।

বিজ্ঞাপন

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কিছু অঞ্চল অদলবদল করা হবে, যা উভয়ের জন্যই ভালো হবে।’

বিবিসি-র মার্কিন সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের এমন একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছে, যেখানে ইউক্রেনকে দোনবাস, খেরসন এবং জাপোরিঝঝিয়াসহ বিশাল অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। তবে জেলেনস্কি এর আগেও আঞ্চলিক ছাড়ের জন্য কোনো ধরনের পূর্বশর্ত প্রত্যাখ্যান করেছিলেন।

সারাবাংলা/এইচআই

ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প পুতিন ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর