কুরস্কে ৫০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া
১৩ নভেম্বর ২০২৪ ১৩:৩৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৩২
দক্ষিণপশ্চিম কুরস্ক অঞ্চলে লড়াই করার জন্য রাশিয়া ৫০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৩ নভেম্বর) ডয়েচে ভেলে’র এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়।
গত অগাস্টে কুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা কুরস্ক অঞ্চলের বেশ কিছুটা দখল করে নেয়। তখন সেখানে ১১ হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে। জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।’
আরও পড়েন: ৫০ হাজার রাশিয়ান-কোরিয়ান সৈন্য কুরস্ক আক্রমণের জন্য প্রস্তুত
তবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে, কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না। কারণ, তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, উত্তর কোরিয়া কুরস্ক ওব্লাস্টে রুশ বাহিনীর সাথে লড়াই করার জন্য ১০ হাজারেও বেশি সৈন্য পাঠিয়েছে। এই সৈন্যদের রাশিয়ান ইউনিফর্ম পড়িয়ে সজ্জিত করা হয়েছে। তবে তাদের নিজস্ব ইউনিটে যুদ্ধ করার সম্ভাবনা রয়েছে।
গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কম্যান্ডার গার্ডিয়ানকে বলেছিলেন, ‘ইউক্রেনে রাশিয়া পাঁচ লাখ ২০ হাজার সেনা পাঠিয়েছে। বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ ৯০ হাজার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।”
সারাবাংলা/এইচআই