Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলের জালে বিরল প্রজাতির অ্যাঞ্জেল ফিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৫:০৩

বিরল প্রজাতির অ্যাঞ্জেল ফিশ।

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আনোয়ার মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি অ্যাঞ্জেল ফিশ। এটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি।

রোববার (১০ আগস্ট) সকালে মৎস্য বন্দর মহিপুরে মাছটিকে নিয়ে আসা হলে অনেকেই দেখতে ভীড় জমায়। এর আগে, গত ৪ আগস্ট ওই জেলের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি ধরা পড়ে।

জেলে আনোয়ার মাঝি বলেন, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে তিনি গভীর সাগরে যান। পরে ৪ আগস্ট জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এটিও ধরা পরে। এর আগে কখনো তার জালে এধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন জানান, প্রথম দেখাতেই মাছটিকে আনোয়ার মাঝির কাছ থেকে তিনি বাসায় নিয়ে এসেছেন। তবে মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে তার ধারণা নেই।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ’র গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, মাছটির নাম ‘অ্যাঞ্জেল ফিশ’ এবং বৈজ্ঞানিক নাম Pomacanthus imperator। এটি অত্যন্ত রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চল। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে এটি। মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে।

বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মাছটির নাম ‘অ্যাঞ্জেল ফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে এটি জেলের জালে উঠে এসেছে। এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবেন।’

সারাবাংলা/এসডব্লিউ