নীলফামারী: নীলফামারীর ডোমারে নিজ বাড়ি থেকে মো. রকি (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রকি ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকায় মৃত আকবর আলীর ছেলে। তিনি ডোমারের হুন্ডা শোরুমে চাকরি করতেন।
ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা রকিকে তার শোবার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা দাবি করেছেন, বাড়িতে কোনো প্রকার ঝগড়াঝাঁটির ঘটনা ঘটেনি। তবে স্থানীয় অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু বলে মনে করছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।