Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৯ লাখ টাকার মাদক ও নকল বিড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৯:১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, সিলডেনাফিল ট্যাবলেট ও নকল বিড়ি জব্দ করেছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কের প্রধান সড়কে অভিযান চালায় বিজিবি। এসময় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দলটি ৭ হাজার ৯২০ প্যাকেট নকল বিড়ি জব্দ করে। এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাথুলী মাঠ এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। একই রাতে হাবিলদার মো. আজগর আলীর নেতৃত্বে টহলরত অবস্থায় তালতলা এলাকা থেকে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল এবং ৫০৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

এছাড়াও রোববার ভোরে শুভরাজপুর মাঠ এলাকা থেকে হাবিলদার মো. শুফিউল ইসলামের নেতৃত্বে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্য মালিকবিহীন হওয়ায় তা বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সারাবাংলা/এসআর