Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৯:৩৪

ঢাকা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ খান। মঞ্চায়ন করবে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর সাংস্কৃতিক সংগঠন ‘তুরাগ শিল্পীগোষ্ঠী’।

২৫ মিনিটের এই প্রযোজনায় ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, ‘রাজাকার’ ট্যাগ দেওয়ার ঘটনা, ইন্টারনেট সেবা বন্ধ, শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও শাহাদাতের আত্মত্যাগ, হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বৈষম্য ও দুর্নীতি দূরীকরণ নিয়ে প্রশ্ন।

বিজ্ঞাপন

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মাহি, তারেক আল আজিজ, আব্দুল্লাহ সরদার, তালহা জুবায়ের, আতিফ, রিয়াদ, জুবায়ের বিন আলতাফ, মুনিম, আজিজুল, নকিব, শিহাব, মুনাব্বির, সাবিন জুনায়েদ, সাদ, আরিফ, ইরফান, তাওহীদ, তাসনিম, লাবিব, তাওসিফ ও তাহসিন।

নেপথ্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন—সাউন্ডে শাখাওয়াত হোসাইন, লাইটে কামরান তাসনিম, ভোকাল ও সংগীতে সাইদুল, লাবিব, মুশফিক, আলী, আহসান, আব্দুর রহমান ও আবু নাইম, পরিচালনায় সাজ্জাদ হোসাইন এবং সহকারী পরিচালক আরিফুজ্জামান।

প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রবেশপত্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

 

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো