Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি
ঢাবি উপাচার্যের সভা বয়কট ৩ ছাত্রসংগঠনের

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ১৯:৪০ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২৩:২১

সভা বয়কটের পর কথা বলছেন তিন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সভায় শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি তুলে সেই সভা বয়কট করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল তিন ছাত্রসংগঠন। আলোচনা সভায় উপাচার্যের বক্তব্যের নিন্দা জানিয়ে তা বয়কট করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আলোচনা সভায় ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন তিন ছাত্রসংগঠন। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে শিবিরকে সঙ্গে নিয়ে চলার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপাচার্যের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা সভা বয়কট করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ছাত্রনেতারা বলেন, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভার শুরুতে আমরা ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। জবাবে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সকল ছাত্রসংগঠনের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবিরকে সাথে নিয়ে চলার কথা বলেছেন ঢাবি উপাচার্য। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানকে কলঙ্কিত করে।

তারা বলেন, আমরা ঢাবি উপাচার্যের বক্তব্যের নিন্দা জানিয়ে এবং গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বির্নিমাণে আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করে সভা বয়কট করেছি। মুক্তিযুদ্ধকে ধারণকারী ছাত্রসংগঠন হিসেবে যুদ্ধাপরাধী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে আমরা কোনোভাবেই আপস করতে পারি না।

সারাবাংলা/কেকে/পিটিএম