রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী এবং একাই নির্মাণাধীন একতলা ভবনে বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের ঘর থেকে সোনার গহনা, নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন লুট হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ‘রোববার সকাল সাড়ে ৭ টার দিকে পাওনা টাকা চাইতে প্রতিবেশী আখের আলী ওই বাড়িতে যান। বাইরে থেকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে ঘরের ভেতরে তাকিয়ে তিনি লিপির মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এসময় তিনি অন্যান্য প্রতিবেশীদের ডাকেন। একপর্যায়ে স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
প্রবাসী সবুজ সরদারের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানান, ‘আমার স্বামী দুই বিয়ে করেছিল। আমি শ্বশুর-শাশুড়ির সাথে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্বামীর পৈত্রিক বাড়িতে বসবাস করি। আমার সতিন আলাদা বাড়িতে থাকতেন। আমরা দুই সতিন দুই বাড়িতে থাকলেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আমার সতিন একজনের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিলেন। তাকে সেই টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রেখেছিলেন। এছাড়া ঘরে দামি ৩টি মোবাইল ফোন ও সোনার গহনা ছিল, যার কিছুই এখন ঘরে নেই।’
প্রবাসী সবুজ সরদারের মা আকিরুন নেছা জানান, ‘তার প্রবাসী ছেলে ২টি বিয়ে করেছিলেন। বড় বউ আমাদের সাথে থাকে। ছোট বৌকে নতুন বাড়ি করে দিয়েছে। হঠাৎ এই ঘটনার খবর শুনে এসে দেখি ঘরে তার মরদেহ পরে আছে।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’