Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২০:৫০ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২১:৪৩

১০০ টাকার নতুন নোট – প্রতীকী ছবি : বাংলাদেশ ব্যাংক

ঢাকা: আগামী মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। নতুন এ নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। নতুন এই নোটের নকশাতেও পরিবর্তন আসছে।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত এর আগে ১০০০ টাকা,৫০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট বাজারে ছাড়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি। নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, নোটের সামনে বাঁ পাশে থাকছে ষাট গম্বুজ ও বাগেরহাটের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।

নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল ও রুপালি রঙের সমন্বয়ে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও ‘১০০ টাকা’ খচিত আছে। নোটটি নাড়াচাড়া করলে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ অংশের নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সামনের ডান দিকে নিচে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর