Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে ১১ ব্যাংক থেকে ৮ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৫ ২১:১৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২৩:২১

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখা এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে চাঙ্গা রাখার কৌশল হিসেবে দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) এ ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে এ ডলার কেনা হয়েছে। এর মধ্যে ১২১ টাকা ৪৭ পয়সা দরে কেনা হয় ১ কোটি ২০ লাখ ডলার। বাকি ৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয় ১২১ টাকা ৫০ পয়সা দরে।

জানা যায়, এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৬২ কোটি ২০ লাখ ডলার কিনেছে।

সূত্র মতে, এর আগে গত ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা কাট-অফ দরে ১ কোটি ডলার এবং গত ৭ আগস্ট নিলামে ১২১.৩৫ থেকে ১২১.৫০ টাকার দরে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছিল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্র মতে, বাজার থেকে ডলার কেনা-  এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।

গভর্নর অনেকবার বলেছেন, প্রয়োজন হলে মার্কেট থেকে ডলার কেনা হবে। চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। বাজার নিয়ন্ত্রণে এটা কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পদক্ষেপ।

সারাবাংলা/আরএস