ঢাকা: মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখা এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে চাঙ্গা রাখার কৌশল হিসেবে দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১০ আগস্ট) এ ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে এ ডলার কেনা হয়েছে। এর মধ্যে ১২১ টাকা ৪৭ পয়সা দরে কেনা হয় ১ কোটি ২০ লাখ ডলার। বাকি ৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয় ১২১ টাকা ৫০ পয়সা দরে।
জানা যায়, এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৬২ কোটি ২০ লাখ ডলার কিনেছে।
সূত্র মতে, এর আগে গত ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা কাট-অফ দরে ১ কোটি ডলার এবং গত ৭ আগস্ট নিলামে ১২১.৩৫ থেকে ১২১.৫০ টাকার দরে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র মতে, বাজার থেকে ডলার কেনা- এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
গভর্নর অনেকবার বলেছেন, প্রয়োজন হলে মার্কেট থেকে ডলার কেনা হবে। চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। বাজার নিয়ন্ত্রণে এটা কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পদক্ষেপ।