ঢাকা: এলডিসি গ্র্যাজুয়েশনের সময় সীমাকে ‘টাইম বোম’ এর সঙ্গে তুলনা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমাদের সামনে একটি টাইম বোম রেখে গেছে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমাদের কথা বলতে হবে। নতুবা আমাদের মার্কেট একসেস তো আটকে যাবে। আমরা শুধু আমেরিকার ৮ বিলিয়নের মার্কেট নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের ৪৮ বিলিয়ন ডলারের বাজার নিয়ে কথা বলছিনা। এলডিসি ইস্যু নিয়ে কথা বলতে হবে। এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।’
রোববার (১০ আগস্ট) রাতে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইং এর অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিএমএ সভাপতি শওকত আজীজ রাসেল। আরও বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ অর্জন করায় সরকারের প্রতিনিধিদলকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিটিএমএ।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি। এটি চলমান রয়েছে। প্রয়োজন হলে আগামী এক দুই সপ্তাহ পর আমরা আবারও আমেরিকায় যাবো।
গোপন চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘গোপন চুক্তির বিষয় গোপন-ই থাকুক। সব কিছু বলে দিলে টকশোতে কি আলোচনা হবে।’
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বলেছি এক বছরের মধ্যে ৭৫ ভাগ বাণিজ্য ঘাটতি কমিয়ে ফেলবো। দেশে আলোচনা হয়েছে আমরা আমেরিকা থেকে এরোপ্লেন কিনছি। কিন্তু বিমান কেনার বিষয়টি আমেরিকা খুব ভালোভাবে নিয়েছে বলে মনে হয়না। আমরা আমদানি নীতির ওপর কাজ করছি। আমরা উদারীকরণ করতে চাই। সরলীকরণ, সহজীকরণ ও ব্যবসা সহজীকরণ করতে যা প্রয়োজন তা করতে চাই।’