Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে ভূমিকম্পে নিহত ১, ধসে পড়েছে ভবন

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ০৯:০৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৭:৪৭

ভূমিকম্পে ধসে পড়েছে ভবন। ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।

রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। এই কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

বিজ্ঞাপন

বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখানে থাকা ছয় বাসিন্দার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো