Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৩:৫১ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৬:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে ফ্লাইটটি।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ জন যাত্রী। পরে যত্রীসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকা ফিরে আসে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর