রংপুর: রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে রুপলাল দাস ও প্রদীপ দাস নামে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- রফিকুল ইসলাম, আক্তার হোসেন, এবাদত আলী ও মিজানুর রহমান। এদের সবার বাড়ি তারাগঞ্জের সয়ার গ্রামে।
দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহত রুপলালের স্ত্রী ভারতী দাস বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে রোববার (১০ আগস্ট) নিহত দুইজনের মরদেহের ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে সন্ধ্যার দিকে হস্তান্তর করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্য মব সৃষ্টিকারীদের গ্রেফতার করার দাবি জানান।
ওসি এম এ ফারুক জানান, মব সৃষ্টি করে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।