ঢাকা: রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজারে বাসচাপায় অজ্ঞাত (৪০) এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে কাপ্তানবাজার মুরগি ঘটে মুমূর্ষ অবস্থায় ওই বাসের হেলপার নিহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।
হাসপাতালে বাস হেলপার মো. জীবন (১৬) জানান, সে গাউছিয়া এক্সপ্রেস বাসের হেলপার। তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে গাউছিয়া থেকে যাত্রী নিয়ে কাপ্তানবাজার এলাকায় আসি। বাস চালক আকাশ আমাকে বসিয়ে বাইরে যায়। যাওয়ার সময় বলে যায় সার্জেন্ট আসলে বাস টান দিবি। সার্জেন্ট দেখে বাস টান দেওয়ার সময় ওই নারী বাসের সামনে চলে আসে। তখনই সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে চাপা লাগে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীকে বাস হেলপার হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের বোরকা।
তিনি আরও জানান, জীবন নামের বাস হেলপার জানিয়েছে তার বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। তাকে ক্যাম্পে আটক রাখা হয়েছে।