Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৮:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোড এলাকায় একটি বাসায় ১০ বছরের একশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া হয়েছে। ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) মামলার পর অভিযুক্ত বাবুল বেপারীকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ আগস্ট দুপুরে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্বজনরা জানান, ভিকটিমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মগবাজার দিলু রোডে ভাড়া ধাকেন। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা মো. মিলন বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট দুপুরে প্রতিবেশী অভিযুক্ত বাবুল বেপারী (৪৩) দিলু রোডের তার নিজ বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিতে বাসায় পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে গতকাল রোববার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি শিশুটির কাছে জানতে পারেন। এরপর সোমবার থানায় এসে মামলা দায়ের করেন। পরে মামলায় অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেফতার করা হয়। তিনি জাতীয় জাদুঘরে চাকরি করেন। গ্রেফতারের পর সে নিজেই ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

এস আই রাজিব জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর