চট্টগ্রাম ব্যুরো: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ হঠাৎ করে হয়নি। মমতাজ-ওবায়দুল কাদেরের মতো পলিসি মেকার এবং শেখ হাসিনার মতো রক্তখেকোর রাজনীতি কবর দেওয়ার জন্যই চব্বিশ হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ‘বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কী করতো, সেটা আমরা দেখেছি। গান গাইতো, সংসদ কি গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, কালচারাল প্রোগ্রামের আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্টে উপার্জিত কোটি কোটি টাকা ব্যয় করে আপনি বিনোদন করছেন সংসদে, আমরা সেটা দেখেছি।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি- মমতাজের মতো ব্যক্তি সে আমাদের এমপি, সে আমাদের পলিসি মেকার। ওবায়দুল কাদেরের মতো একজন সাইকোপ্যাথ, সে ছিল আমাদের এ রাষ্ট্রের পলিসি মেকার। হাসিনার মতো একটা রক্তখেকো, সে বলেছে রক্ত না কি তার নেশা, তার ভয়েজগুলো কিন্তু এখন এসেছে, সে গোয়েন্দা সংস্থা আর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, যত ইচ্ছা মেরে ফেল। এ কেমন কথা! একটি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকায় সে জীবনযাপন করে, রাষ্ট্রকে তো ধ্বংস করেছে, আবার রাষ্ট্রের মানুষকে বলছে যত ইচ্ছা মেরে ফেল।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি। এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই মূলত চব্বিশ হয়েছে। চব্বিশ কিন্তু হঠাৎ করে হয়নি। এটি ইতিহাসের ধারা, বাস্তবতা এবং অনিবার্য দাবি ছিল।’
কিছু দল ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের নামে নানা ট্যাগ দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তাদের নিজেদের কোনো এজেন্ডা নাই। সে নিজে কী করতে চায় সেটা নিয়ে কোনো কথা নাই। সারাক্ষণ শুধু অপর দলকে কীভাবে নাকানি-চুবানি খাওয়ানো যায়, সেই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স আমরা চাই না। এই ধরনের পলিটিক্সের কবর রচনার জন্য চব্বিশ রচিত হয়েছে। এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্য আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে।’
নেতাকর্মীদের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ট্যাগিংয়ের জবাব দিয়ে আমরা সময় নষ্ট করবো না। দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।’
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বক্তব্য দেন।