Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৮:১৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

ঢাকা: সপ্তাহের ২য় দিন সোমবার (১১ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় পুঁজিবাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে। আগের দিন কমেছিল ৫৭ পয়েন্ট। সেই তুলনায় সূচক কিছুটা কমেছে।

সোমবার ডিএসই-তে ৬১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৬০ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪৯ কোটি ৭৮ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৪০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১টি বা ২৯.৮৭ শতাংশের। আর দর কমেছে ২০১টি বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩টি বা ২০.৪৯ শতাংশের।

বিজ্ঞাপন

অপরদিকে সিএসই-তে সোমবার ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২০৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ০৬ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর