Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবহাওয়া ও জলবায়ু গবেষকের পূর্বাভাস
আগস্ট-সেপ্টেম্বরে দেশে বড় ধরনের বন্যা হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৮:৩২ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২৮

বন্যায় হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে বড় ধরনের বর্ষাকালীন বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন, ২০২০ সালের পর এবারই প্রথম পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাড। কিন্তু এবার আশঙ্কা করা হচ্ছে প্রকৃত বর্ষাকালীন বন্যা, যা ভারতের গঙ্গা অববাহিকা হয়ে পদ্মা নদী এবং তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীপথে প্রবাহিত হয়ে উপকূলবর্তী ও নদীতীরবর্তী বিশাল এলাকা প্লাবিত করতে পারে।

বিজ্ঞাপন

তার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই বন্যা ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আঘাত হানতে পারে। এ সময় নদীগুলোর পানি উপচে বিস্তীর্ণ জনপদ তলিয়ে যেতে পারে।

মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘আমি চাই আমার এই পূর্বাভাস ভুল প্রমাণিত হোক এবং দেশের মানুষ বড় কোনো বন্যার মুখোমুখি না হোক।’

এর আগে গত ৫ বছরে এ ধরনের দীর্ঘস্থায়ী বর্ষাকালীন বন্যা হয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখনই পূর্বপ্রস্তুতি না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে।

সারাবাংলা/এফএন/এইচআই

আবহাওয়া ও জলবায়ু পূর্বাভাস বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর