Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২০:৪৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২২:০৪

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রস্তুতি কমিটি বর্ধিত ও দায়িত্ব পুনর্বিন্যাস করেছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গত ৬ আগস্ট ২০২৫-এ গঠিত কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। নতুন বর্ধিত কমিটিতে কো-অর্ডিনেটর (অপারেশন) হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক আদনান মুন।

এনসিপির ফেসবুক পোস্ট

ইউরোপ প্রতিনিধি হয়েছেন নাজমুল বাশার ও তাজুল ইসলাম শামীম। যুক্তরাজ্য প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন মেহেদী মোহাম্মদ। যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মুনা হাফসা।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) বিকেলে যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডায়াস্পোরা অ্যালায়েন্সের এই বর্ধিত কমিটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনা করবে।

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি কমিটি গঠন ডায়াস্পোরা অ্যালায়েন্স